ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ডিএসসিসির কর্মীদের পুরস্কৃত করা হচ্ছে


৮ অক্টোবর ২০১৮ ০২:১২

কোরবানির ঈদে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মীদের পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ওই সময়ে ১৫ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছিল বলে দাবি ডিএসসিসির।

এ কাজের জন্য ঈদের ছুটি বাতিল করে ডিএসসিসি এবং ১১২৭১ জন পরিচ্ছন্নতা কর্মী মাঠে ছিলেন। এই অল্প সময়ে কোরবানির বর্জ্য অপসারণে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় পুরস্কারের ব্যবস্থা করেছে ডিএসসিসি। যারা পুরস্কার পাবে ইতিমধ্যে ডিএসসিসির পক্ষ থেকে ১২টি ক্যাটাগরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে।

পরিচ্ছন্নতা কর্মী, ড্রাইভার, কর্মকর্তা, পরিদর্শক, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলরসহ ১২টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হবে।
এর জন্য মেয়রের ঐচ্ছিক তহবিল থেকে ৪ লাখ টাকা খরচ করবে বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, গত কোরবানি ঈদে ২৪ ঘণ্টায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ হয়েছে। এ সফলতাকে আরো উৎসাহ দেওয়ার জন্য এ পুরস্কার ঘোষণা করা হচ্ছে।

এসএমএন