ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


রূপগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক গৌরিপুরে উদ্ধার


৮ অক্টোবর ২০১৮ ০০:৪৬

প্রতীকী ছবি

 চট্রগ্রাম থেকে ৬০ ড্রাম সয়াবিন তেলবাহী একটি ট্রাক দিনাজপুর যাওয়ার পথে রূপগঞ্জ এলাকা থেকে ছিনতাই হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে । ট্রাকটি ছিনতাইয়ের পর উদ্ধারে নামে রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জোবায়ের জানান, ট্রাকটি গতকাল সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লার গৌরিপুর বাজার এলাকায় থেকে উদ্ধার করা হয়েছে। তবে এসময় ট্রাকটি খালী অবস্থায় পাওয়া গেছে।

ট্রাক চালক, হাসমত জানান, ছিনতাইকারীরা তাদের জোর করে জুস খাওয়াইয়ে অজ্ঞান করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে, গোলাকান্দাইলের টেংরারটেক এলাকায় একটি কবরস্থানে ফেলে যায়।

শুক্রবার সকালে পথচারীরা অজ্ঞান অবস্থায় কবরস্থানে ২জনকে পড়ে থাকতে দেখে ভুলতা ফাঁড়িতে খবর দিলে ফাঁড়ির এসআই মোস্তফা কামাল খান এসে অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে সুস্থ করেন।

এসময় জানা যায়, সে দিনাজপুর জেলার রাউনগাও এলাকার সামিউর রহমানের ছেলে। হেলপার মহনের বাড়ি একই এলাকায়। তার বাবার নাম গবিন্দ। হাসমত ও মহনকে উদ্ধার করে তাদের রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা হয়েছে। তাদের অবস্থা এখন কিছুটা ভাল। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি ছিনতাইয়ের অভিযোগ দায়ের করা হয়েছে।


এসএমএন