ঢাকা শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২


মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু


২২ নভেম্বর ২০২০ ২৩:৫৫

রূপগঞ্জে মাদকের টাকা না দেওয়ায় মায়ের গলা টিপে হত্যা করেছে এক মাদকাসক্ত ছেলে । ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার সিংলাব এলাকায় আব্দুর ছোবহানের বাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যাকারি মাদকাসক্ত সাইফুল (৩২) সিংলাব এলাকার আব্দুর ছোবহানের ছেলে। মা দেলোয়ারা বেগম (৫৫) এই এলাকায় দীর্ঘ ৬ মাস আগে নতুন বাড়ি করে বসবাস করে আসছে। সাইফুল প্রায়ই মাদকের টাকা না পেয়ে মাকে মারধর করে আসছিল। গতকালও টাকা না পেয়ে ঘরের দরজা বন্ধ করে বার্থরুমের মধ্যে ফেলে গলাটিপে তার মাকে হত্যা করে।

তারা আরো জানান বেলা ৫ টার দিকে ঘরের মধ্যে তার মায়ের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায়। এসময় ভিতরে কোন শব্দ না শুনে এলাকাবসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে দেলোয়ারার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেলোয়ারার লাশ উদ্ধার করে ও ঘাতক সাইফুলকে আটক করে।

ভূলতা ফাঁড়ির ইনচার্জ আনিচুর রহমান মোল্লা জানান, আসামিকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।