ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


তিতাসে জাতীয় সমবায় দিবস পালিত


৮ নভেম্বর ২০২০ ০১:১৬

ছবি- নতুনসময়

'বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন ' এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার তিতাসে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য ও হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও তিতাস উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুর নবী,সাতানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার,জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ সালাহউদ্দিন আহমেদ,মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া সরকার, মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।