তিতাসে মুজিব শতবর্ষ উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন

কুমিল্লার তিতাসে মুজিব শতবর্ষ উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টর খেলা শুরু করা হয়েছে।
শুক্রবার বিকেলে তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের আয়োজনের মুজিব শতবর্ষ উপলক্ষে কাপাশকান্দি ওয়ার্ড বনাম কড়িকান্দি ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,সহসভাপতি পাভেল মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহরাব আলম সায়মন সিকদার ও মোঃ এমরান হোসেন প্রমুখ।