ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ১


২০ সেপ্টেম্বর ২০২০ ০৬:২৫

প্রতিকি

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রাসেল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ধামরাই পৌরসভা এলাকার বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেল মিয়া (৪৮) নরসিংদী জেলার বেলাবো উপজেলার চর উল্লাবো এলাকার জসীম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ধামরাই উপজেলার পরিষদের পাশের বাজারে আব্দুল মজিদ নামে এক ফার্মেসী দোকানির কাছে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা দাবি করেন রাসেল নামে ওই ব্যক্তি। এসময় সন্দেহ হলে আশপাশের লোকজনকে সঙ্গে নিয়ে ডিবি পরিচয়দানকারী ওই ব্যক্তিকে আটক করে ওই দোকানি। পরে তাকে পুলিশে সোপর্দ করেন তারা।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে ওই ডিবি পরিচয় দানকারী ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।