বড়াইগ্রামে মারপিট করে মোটরসাইকেল ভাংচুরসহ নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাটোরে বড়াইগ্রামে আহম্মেদপুর কাচুটিয়া এলাকায় চাপিলা ইউনিয়নের ইয়াকুবের সমর্থক আতিকুল কে রাস্তায় আটকে বেধর ভাবে মারপিট করে মোটরসাইকেল ভাংচুর করে নগদ ২ লক্ষ ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
সে এখন বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
আহত আতিকুল রহমান (৩২) গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের বাকিবেগপুর মৃত সোহরাবের ছেলে।
আতিকুল রহমান জানান, আমি একজন মাছের পোনা ব্যবসায়ীক। সিংড়া থেকে এক ব্যবসায়ীক পোনা বাবদ টাকা নেওয়ার জন্য বনপাড়া বাইপাসে আসেন।আমি বাড়ি থেকে রওনা দিয়ে আহম্মেদপুর পার হয়ে কাচুটিয়া গলাকাটা ব্রীজ তখন আয়নাল হক,সজিব,রুবেল,ফারুক শাহিন , ওরা ৫ জন ২ মোটরসাইকেল করে এসে লাত্থি দিয়ে ফেলে শরীরে আঘাত করে মোটরসাইকেল ভাংচুর করে ২ লাখ ৮১ হাজার টাকা ছিনতাই করে নেন।
সে আরও বলেন, সামনে চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইয়াকুবের সমর্থক নেওয়ার কারনে ভুট্টু চেয়ারম্যানের নেতৃত্বে তার গন্ডা বাহিনী দিয়ে আমাকে নির্মমভাবে মারপিট করে আমার কাছ থেকে টাকা ছিনতাই করে।
তবে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি,তবে তারা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।