ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:৫৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আবদুল আজিজ (৪০)। শনিবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন ।

এতে করে ওই বিবস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়াল। এতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনও মারা যান। এখন চিকিৎসাধীন আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওই মসজিদে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মাত্র একজন।