ঢাকা রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


নাটোরে বিল থেকে কৃষকের লাশ উদ্ধার


১৯ সেপ্টেম্বর ২০২০ ০২:৩১

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া মিন্টু মোল্লা নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি তদন্ত সেলিম রেজা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলম ইউনিয়নের নজরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। মিন্টু মোল্লা (৩০) নজরপুর এলাকার মিনহাজ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়,বৃহস্পতিবার রাতে নামাজ পড়ে মাছ ধরার জন্য বেরিয়ে যান মিন্টু মোল্লা। পরে অনেক সময় পেরিয়ে গেলে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এক পর্যায়ে মিন্টুকে নজরপুর মাঠের পানিতে ভাসতে দেখে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ওসি তদন্ত সেলিম রেজা জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি এখনি মৃত্যুর কারণ সম্পর্কে কোন কিছু বলা সম্ভব নয়। তবে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি বলেও জানান তিনি


রাজশাহী অফিস