ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


বনানীতে আবাসিক ফ্ল্যাটে আগুন


১৮ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৮

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবনে আগুন লেগে একটি ফ্ল্যাটের বেশি কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বনানীর ৩ নম্বর সড়কের ‘আই’ ব্লকের একটি ছয় তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন এমন তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

২৬১৭ বর্গফুটের ওই ফ্ল্যাটের মালিক আবু সয়মান নামের এক ব্যক্তি। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।

ওই ফ্ল্যাটের বেডরুম ও রান্নাঘরের কিছু অংশ পুড়ে গেছে।

এরশাদ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।