আশুলিয়ায় নববধূর ৯০ হাজার টাকা নিয়ে স্বামী উধাও

সাভার আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়া এলাকার মোঃ বকুলের বাড়ির ভাড়াটিয়া মোছাঃ জয়নাব বেগম কে বিয়ের তৃতীয় দিন ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী নাঈম শেখের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে চাইলে জয়নব বেগম জানান, আমি বুঝতে পারিনাই, নাঈম শেখ আমাকে ভালোবেসে বিয়ে করে টাকা পয়সার জন্য মাইর দূর করবে আমাকে, বিয়ের পরদিন থেকেই আমার গায় হাত উটাবে এবং টাকা না দিলে আমার সাথে সংসার করবে না বলে হুমকি দেয় পরে মান-সম্মানের কথা ভেবে আমার কাছে জমানো ৯০.০০০ হাজার টাকা দেই। তার পরো আরোও টাকা লাগবে বলে আমায় মাইরদূর করে ঘর থেকে বাহিরে চলে যায় আর ফিরেনা বাসায়।
এবং নাঈমের বউ বাচ্চা আছে তাও গোপন রেখেছে আমার কাছে। নাঈম পলাশ বাড়ি মোবাইল সার্ভিসিংয়ের দোকান করতো আর আমার কাছে বলেছিল সে বেছালার থাকে।
সরজমিনে গিয়ে জানা যায়, মোছাঃ জয়নব বেগম পিতাঃ মোঃ কালু মিয়া, মাতা; মোছাঃ আনোয়ারা বেগম, সাং কালিগঞ্জ, ডাকঘর কালিগঞ্জ, থানা জলঢাকা, জেলাঃ নীলফামারী, বিবাদী মোঃ নাঈম শেখ (২৭) পিতাঃ মোঃ বজলুর রহমান, মাতা, মোছাঃ ফাতেমা বেগম, সাং বাগসিনডাঙ্গী, ডাকঘর লক্ষনদিয়া, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী।
উভয়ে বর্তমান ও ভবিষ্যৎ ভালো-মন্দ বুঝিবার উপযোগী, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম, এই ভালোবাসা এমন এক পর্যায়ে পৌছিয়াছে যে, একজন অন্যজন কে ছাড়া এক মুহূর্তে ও থাকিতে পারে না, তাই উভয়ের আলোচনা স্বাপেক্ষে অত্র বিবাহের দেনমোহর ১০,০০,০০১/ দশ লক্ষ এক ও ভরন পোষন ভদ্রোচিত হারে প্রচালিত বাজার অনুযায়ী প্রদান করা হইবে,। আর একন স্বামী নাঈম শেখ উধাও।
এ বিষয়ে জয়নব বেগম দেশ বাসীর কাছে বিছার ছেয়ে বলেন, নাঈম শেখ যেন তার স্ত্রীর মর্যাদা দেন আর কুনো মেয়ের জীবন দেশবাসী ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।