ঢাকা বুধবার, ৫ই নভেম্বর ২০২৫, ২২শে কার্তিক ১৪৩২


ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার


৩ অক্টোবর ২০১৮ ০৪:১৬

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকায় অভিযান চালিয়ে ইয়বাসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ওসি হারুন অর রশিদ জানান, মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ডিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাসহ খালে ঝাঁপ দেয় আরিফ। স্থানীয়দের সহায়তায় পরে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

এছাড়াও মাদক ব্যবসায় আরিফ জড়িত থাকায় তার মা কুলসুমকে গ্রেফতার করা হয়। তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১’শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ডিবির ওসি আরও জানান, আরিফ ও তার পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে বরগুনা থানায় একাধিক মামলা রয়েছে।

একেএ