ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাবের অভিযানে বিয়ার ও প্রাইভেটকার সহ আটক ২


১৭ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৬

সংগৃহিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের টোলপ্লাজা এলাকা থেকে ৯৪ ক্যান বিয়ার ও ১ টি প্রাইভেটকার’সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরবের ভৈরবপুর দক্ষিনপাড়ার বাসিন্দা মোঃ জসিম উদ্দিন (৪০), পিতা-হাবিবুর রহমান, ২। মোঃ সাদ্দাম হোসেন (২৬), পিতা- মোঃ আব্দুল করিম মিয়া।

র‍্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ব্যবসায়ী ঢাকা হতে ঢাকা মেট্রো-খ-১১-৮১০৮ প্রাইভেটকারে করে মাদকদ্রব্যের একটি বড় চালান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ১৭ সেপ্টেম্বর সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন দ্বয়ের নেতৃত্বে একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী কালে ৯৪ ক্যান বিয়ার, মাদক বিক্রয়ের নগদ ৩৬,৫০০ টাকাসহ ১ টি প্রাইভেটকার জব্দ করে। এ সময় দুইজনকে আটক করা হয়।জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬,৩০,৫০০/- টাকা। আটক আসামীদ্বয়ের আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।