ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


পুলিশের দুই ডিআইজিসহ এসপি পদমর্যাদার চার কর্মকর্তার বদলী


১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:২৩

বাংলাদেশ পুলিশের দুইজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

বদলীকৃত কর্মকর্তাগণ হলেন– খুলনা মহানগরীর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা কে গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার, বিশেষ শাখা (এসবি) ঢাকার ডিআইজি মোঃ মাসুদুর রহমান ভূঞাকে খুলনা মহানগরীর পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলামকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম সেবা কে কক্সবাজার জেলার পুলিশ সুপার, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ, বি, এম, মাসুদ হোসেন বিপিএম কে রাজশাহী জেলার পুলিশ সুপার ও রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ পিপিএম-সেবা কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলী/পদায়ন করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর, ২০২০ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলী/পদায়ন করা হয়