ঢাকা রবিবার, ১১ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২


সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ


১৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৬

সিলেটে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া এলাকায় বগি লাইনচ্যুত হয়।

ঘটনাস্থল থেকে ট্রেনটির পরিচালক আলা উদ্দিন মোবাইল ফোনে জানান, ৯৫২ নম্বর স্পেশাল ট্রেনটি চট্টগ্ৰাম থেকে তেল নিয়ে সিলেটে গিয়েছিল। সেখান থেকে চট্টগ্রাম ফেরার পথে লাইনচ্যুত হয়। উদ্ধারকারী ট্রেন পাঠানোর জন‌্য খবর দেওয়া হয়েছে।