ধামরাইয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
-2020-09-13-22-48-39.jpg)
ঢাকার ধামরাইয়ে নিজ কক্ষ থেকে সানজিদা আক্তার নামে সদ্য এসএসসি পাশ করা এক শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নে পাঁচাল গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সানজিদা আক্তার (১৭) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে। জলসিং এলোকেশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, হতদরিদ্র চার বোনের পরিবারে সানজিদা ছিল মেধাবী শিক্ষার্থী। সদস্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল সে। আজ সকালে ধামরাই সরকারি কলেজে ভর্তির কথা ছিল তার। কিন্তু ভর্তি ফি এর নির্ধারিত টাকা জোগাড় না হওয়ায় তার মায়ের সাথে মনমালিন্য হয় সানজিদার। পরে দুপুরে কৃষক বাবা বাড়িতে ফিরে মেয়ে সানজিদার খোঁজ করলে তাকে পাওয়া যাচ্ছিল না। এসময় সানজিদার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে অনেক ডাকাডাকির পরও সাঁড়া মেলেনি। পরে দরজা ভেঙ্গে কক্ষের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় জানান, পরিবারের সাথে মনমালিন্যতার জের ধরে ওই শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।