ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষ, অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত


১০ সেপ্টেম্বর ২০২০ ০২:২৭

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে বাস-কভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংর্ঘষে ৬ জন নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৪টায় দিকে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান প্রাথমিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।