ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


এনায়েতপুরে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


৯ সেপ্টেম্বর ২০২০ ২২:২৭

ছবি-নতুনসময়

সিরাজগঞ্জের এনায়েতপুরে আজ বুধবার সকালে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সোহেল (৪২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোহেল বেলকুচি উপজেলার চালা উত্তর পাড়া গ্রামের মোঃ ছোরমান আলীর পুত্র।

জানা যায়, এনায়েতপুর থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমানের দ্রুত ওয়ারেন্ট তামিলের নির্দেশনার প্রেক্ষিতে থানার একটি দল সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের খামার গ্রামে অভিযান চালিয়ে সোহেল কে গ্রেফতার করে। ধৃত সোহেল ২০১৬ সালের একটি মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান জানান, আমি যোগদানের পরেই থানার অফিসারদের দ্রত ওয়ারেন্ট হওয়া আসামিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি। এরই ফলশ্রুতিতে সাজাপ্রাপ্ত আসামি সোহেল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।