ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১


টেকনাফে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ


৯ সেপ্টেম্বর ২০২০ ১৭:১৩

সংগৃহিত

টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)্িরে একটি টহল দল। মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সদরপ্তর থেকে প্রেরতি এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাফারঘোনা বরাবর নাফ দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত ওই এলাকায় কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে বিআরএম-৫ হতে আনুমানিক ৫০০ গজ পূর্ব দিক দিয়ে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে।

চোরাকারবারীরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে অন্ধকারের সুযোগ নিয়ে লাফিয়ে নাফ নদীতে নেমে সাঁতরিয়ে শূন্য রেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে পৌঁছে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে দুটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগগুলোর ভিতর হতে তিন কোটি ষাট লক্ষ টাকা মূল্যমানের এক লক্ষ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ১টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।