ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রাজশাহীর হোটেল থেকে পতিতাসহ আটক ১১


১৮ আগস্ট ২০২০ ০৭:১৭

ছবি-নতুনসময়

রাজশাহীতে আশ্রয় নামের একটি হোটেল অভিযান চালিয়ে ৭ জন খদ্দেরসহ ৪ জন নারী দেহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ১৭ আগস্ট দুপুর ২টার দিকে মহানগরীর গণকপাড়া এলাকায় হোটেল আশ্রয় থেকে তাদের আটক করা হয়। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

অভিযাটি পরিচালনা করেন, বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নাসরিন ফারজিনা। সহযোগীতায় ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মণ ও সঙ্গীয় ফোর্স।

ওসি জানান, গণকপাড়া এলাকায় হোটেল আশ্রয়-এ দেহ ব্যবসা চলছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়। এসময় হোটেলের বিভিন্ন রুম থেকে ৭ জন খদ্দেরসহ ৪ জন দেহ ব্যবসায়ী নারীকে আটক করা হয়। আশ্রয় হোটেলে র্দীঘদিন যাবত দেহ ব্যবসা চলছিল।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে আরএমপি ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।