ধামরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও পথচারীসহ ৫ জন আহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মাল বোঝাই করে পিকআপটি বাথুলি বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন খুলনাগামী ফাল্গুনি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের কেবিনে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন পথচারীসহ ৫ জন।
ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) মো. মাসুদুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি।