যেকোন অপশক্তি রুখে দিতে প্রস্তুত গাইবান্ধা পুলিশ প্রশাসন

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা'য় মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।
যেকোন অপশক্তি মোকাবেলায় সদা প্রস্তুত রয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।
৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় স্বাস্থ্য বিধি,গাড়ীর ভাড়া বৃদ্ধি এবং মহাসড়কে পরিবহন চাঁদাবাজি বন্ধ সংক্রান্ত বিষয়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
তিনি আরও বলেন,মাদকের সাথে পুলিশের কোন আপোষ নয়,মাদকের সাথে জড়িতদের পুলিশ ছাড় দিবে না।
এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এডিশনাল এসপি (হেড কোয়ার্টার) আবু খায়ের,
পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর প্রশাসক আবু বক্কর প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও গাইবান্ধা জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল,জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু, উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান,ওসি তদন্ত মতিউর রহমান,জেলা ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম,ট্রাফিক ইন্সপেক্টর নাসির উদ্দিন,সার্জেন্ট আজিজ, সার্জেন্ট সুজন,থানা পুলিশ সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।