ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


মানিকগঞ্জ সদর থানায় নবাগত ওসির যোগদান


৩১ জুলাই ২০২০ ১৮:০১

ফাইল ছবি

মানিকগঞ্জ জেলার সদর থানায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে যোগদান করলেন জনাব মোঃআকবর আলী খান।তিনি পুর্বে গাজীপুর মেট্রোপলিটনপুলিশ (জি এম পি)কাশিমপুর থানায় কর্মরত ছিলেন।অদ্য ৩০ জুলাই নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব আকবর আলী খান কে ফুল দিয়ে বরণ করে নেন মানিকগঞ্জ সদর থানার সকল অফিসার ব্রন্দ।

তিনি কাশিমপুর থানায় যোগদানের পর থেকেই বিভিন্ন সচেতনমুলক সভা করেছেন তিনি মাদক উদ্ধার এর জন্য ৯ বার শ্রেষ্ঠ অফিসার এবং কর্মজীবনে ৪ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে উপাধি পেয়েছেন তিনি।তারই ধারাবাহিকতা ধরে রাখতে যোগদান করলেন মানিকগঞ্জ সদর থানায়।

তিনি বলেছেন আমি আমার কর্মজিবনে কখনও কোনদিন অন্যায়ের পক্ষে আপোষ করিনি কোনদিন করবও না আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছি এবং করব।তিনি আরও বলেন অন্যায়ের বিরুদ্ধএ আমি সোচ্চার।তিনি আরও বলেন আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সাধারণ মানুষের কাছে সহযোগীতা চেয়েছেন।