ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


রংপুর ঘাঘট নদী ভাঙছে অসময়ে


২৯ জুলাই ২০২০ ০১:০৯

ছবি সংগৃহীত

রংপুর নগরীতে অসময়ে ভাঙছে ঘাঘট নদী। নগরীর ৩ নং ও ১০ নং ওয়ার্ডের মাঝ দিয়ে বয়ে যাওয়া এ নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদীওপর উচাটারী প্রায় অর্ধ শতাধিক পরিবার। একটি বসতবাড়ি অর্ধেক জমি ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে ৫০ টি পরিবার। ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা না নিলে যে কোন মূহুর্তে নিশ্চিহৃ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে ৩ নং ও ১০ নং ওয়ার্ডের নদীওপর উচাটারী বাসীদার।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টি শুরু হলে ভাঙন আতংকে প্রতিনিয়ত রাত কাটছে ৫০টি পরিবারের। বর্ষা মৌসুমে ঘাঘটের এই ভাঙন তীব্র আকার ধারন করেছিল, বর্তমানেও তা অব্যাহত রয়েছে। স্থানীয় এলাকার বাসিন্দা খোকন জানান, ইতোমধ্যে এলাকার প্রায় ২/৩ একর জমি ঘাঘটের গর্ভে চলে গেছে। এখানকার প্রায় ১০টি পরিবারের বাড়ি ঘর ভেঙ্গে নদী গর্ভে চলে যাওয়ার সম্ভবনা আছে। এসব পরিবারের মানুষেরা বেঁচে থাকার শেষ টুকু সম্বল হারিয়ে গেলে তারা পথে বসে যাবে। বর্তমানে তারা দূরচিন্তা জীবন যাপন করছে।

দ্রুত এই ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় বাকি জমিটুকুও চলে যেতে পারে ঘাঘটের ভূগর্ভে। এছাড়া ওই এলাকার একটি ঈদগাঁ মাঠ মারাত্মক হুমকির মুখে রয়েছে। ঘাঘটের ভাঙ্গন থেকে রক্ষা পেতে ভূক্তভোগি পরিবারগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

রংপুর সিটি কর্পোরশেনের দুই কাউন্সিলর মোঃ মোস্তাফিজার রহমান লিটন ও মোঃ লাইকুর রহমান নাজু জানান, সিটি কর্পোরেশেনের প্রয়োজনীয় জনবল ও আর্থিক বরাদ্দ এবং পানি উন্নয়ন বোর্ডকে আমরা চিঠি দিবো মেয়র মহাদয় মাধ্যমে। তবে ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য তাগিদ দেওয়া হবে । তারা বিষয়টি যেন আমলে নিয়ে দেখে।