ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


মোহনপুরে বিকাশ এজেন্টের দোকান থেকে চুরির সময় চোর জনতার হাতে আটক


২৮ জুলাই ২০২০ ২৩:৩৯

ছবি সংগৃহীত

জানা গেছে, রাজশাহীর মোহনপুর থানাধীন ধুরইল রিফুজি পাড়ার মোড়ে "মা টেলিকম কম্পিউটার" নামের একটি বিকাশ এজেন্ট এর দোকান আছে। বিকাশ এজেন্টের দোকানটি ধুরইল রিফুজি পাড়ার মুর্তজা সরদারের ছেলে টিপু সুলতানের(২৭)।গতকাল ২৭ই জুলাই (সমবার) বিকাল ৩ টার সময় টিপু সুলতান দোকান খোলা রেখে পাশে চায়ের স্টলে চা খেতে গেলে, দোকানটি ফাঁকা পেয়ে চোর দোকানের ভেতরে ঢুকে যায় এবং ক্যাশ বাক্স হতে টাকা চুরি করে পালানোর সময় ধুরইল রিফুজি পাড়ার খোদা বক্স এর ছেলে মোঃ জাকির হোসেন(২২) দেখতে পায় এবং জাকিরের চোর চোর চিৎকারে আশেপাশের লোকজন এসে চোরকে ধরে ফেলে। পরে জনগণ চোরকে মোহনপুর থানা পুলিশে সোপর্দ করে এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে মোহনপুর থানা পুলিশ চোর আলতাফ শেখের নিকট হতে চুরির নগদ ৬ হাজার টাকা উদ্ধার করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চোর হল রাজবাড়ী জেলার কালুখালী থানার বৃ-গোপালপুর গ্রামের লুৎফর শেখের ছেলে আলতাব শেখ(৩০)।

এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদ বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।