ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


কুষ্টিয়ায় ৩ টি পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার


২৮ জুলাই ২০২০ ০২:০৭

ছবি সংগৃহীত

কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট (৩১) কে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ সিরাজগঞ্জ র‌্যাব-১২ গ্রেফতার করেছে । সোমবার ভোর ৪ টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকা হতে র‍্যাব তাকে গ্রেফতার করে । এ সময় র‍্যাব দ্বীন ইসলাস রাসেল (২৮) নামের আরও একজনকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর একটি দল কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচরা এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাব ৩ টি বিদেশী পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুষ্টিয়া সদর রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে জেড এম সম্রাট ও তার সহযোগী কুষ্টিয়া মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে দ্বীন ইসলাস রাসেল (২৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, সম্রাট গনমুক্তি ফৌজ এর অন্যতম নেতা মুকুলের শীর্ষসহযোগী। সম্রাট দীর্ঘদিন যাবত কুষ্টিয়া শহরে ফেনসিডিলের ব্যবসা ও অবৈধ অস্ত্র বহন করে কুষ্টিয়ায় টেন্ডারবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমুলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এইসব অবৈধ ব্যবসা পরিচালনার দায়িত্বে ছিলো সম্রাটের ডানহাত হিসেবে পরিচিত দ্বীন ইসলাম রাসেল। রাসেলে এই ব্যবসা পরিচালনা করত উঠতি বয়সী মাদকে আসক্ত বিভিন্ন এলাকার ছেলেদের দিয়ে, জানা যায় এই কাজে নিয়োজিত ছিল ডজন খানিকের বেশি বেতনভুক্ত কর্মীবাহিনী।

এই সম্রাট শহর যুবলীগ থেকে বহিস্কৃত হলেও সে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বড় বড় রাজনৈতিক নেতাদের নাম এবং ছবি ব্যবহার করতেন ও লাইভে এই সব বড় বড় নেতাদের এনে ভার্চুয়াল আলোচনা করেছে অনেক বার। রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম নিয়েছে সম্রাট র্যাবের হাতে আটক হওয়ার পর থেকেই, নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সিনিয়ার নেতারা দাবি করেন এইসব সম্রাটদের পৃষ্ঠপোষকতায় কারা আছে তাদের ব্যাপারে তদন্ত করা উচিত। কেনইবা বারবার এত কুকর্ম করার পরেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় সম্রাটের মতো সন্ত্রাসীরা। দলের উচ্চসারির নেতারা দায় নিয়ে বলেন দলের মধ্যে আর কোন সম্রাটের জন্ম দেওয়া হবে না, এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।

এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে চলোমান আইনে কুষ্টিয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে ।