ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ধামরাইয়ে মাছের পোনা অবমুক্তকরন


২৭ জুলাই ২০২০ ০৭:১০

ছবি সংগৃহীত

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ধামরাইয়ে মাছের পোনা অবমুক্তকরন ও চাষীদের মাঝে মৎস্য চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে এ মাছের পোনা অবমুক্তকরন ও চাষীদের মাঝে মৎস্য চাষের জন্য বিভিন্ন উপকরণ উপজেলা প্রাঙ্গনে বিতরণ করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা সমন্বয়কারী মির্জা তানজীদা সুলতানা, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ক্ষেত্র সহকারী মোঃ আমিনুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিবসহ প্রশাসনের অন্যান্যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।