বড়াইগ্রামের উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

পাটোয়ারী জেনারেল হাসপাতালের পরিচালক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী করোনা পজিটিভ সনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ও সুস্থ রয়েছেন। ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা পরিতোষ কুমার সরকার,১৬ জুলাই তিনি নমুনা দিয়েছিলেন আজকে রবিবার (২৬ জুলাই) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে জানা যায় পাটোয়ারী জেনারেল হাসপাতালের পরিচালক ও উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী করোনা পজিটিভ হয়েছেন।বড়াইগ্রাম উপজেলায় মোট ৯১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়, এরমধ্যে মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল ৫৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ জন। আক্রান্ত সকলে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। সকলেই সুস্থতার পথে রয়েছে। সকলকে সচেতন থাকতেও উপদেশ দেন তিনি।