ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


৯ ঘন্টাপর ঢাকা-উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চালাচল শুরু


২৬ জুলাই ২০২০ ১৮:২৭

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের এলাকায় একটি ট্রেনের বগি ও ইঞ্জিলসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে করে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। পরে রবিবার (২৬ জুলাই) সকাল ৯ টার দিকে উদ্ধার কাজ শেষে প্রায় ৯ ঘন্টাপর ট্রেন চলাচল শুরু হয়।

এরআগে শনিবার (২৫ জুলাই) রাত ১১ টা ১৫ মিনিটের দিকে সেতু পূর্ব রেল স্টেশনের (যমুনা সেতু) পাথাইলকান্দি বাজার এলাকায় সেতুর উপরে ওঠার সময় হঠাৎ এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করে। পরে ওই ট্রেনের বগিগুলো ও ইঞ্জিন উদ্ধার করে সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়। তার এক ঘণ্টা পর নীলফামারি থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর নামের একটি ট্রেন যাওয়ার মধ্যে দিয়ে এ রেল চলাচল শুরু হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।