ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


নকল পারফিউম তৈরির কারখানার সন্ধান


২৩ জুলাই ২০২০ ২০:২১

ফাইল ছবি

গাজীপুর জেলার কোনাবাড়ি থানার আমবাগে নকল পারফিউম তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ । 23-07-2020 ইং তারিখ সকাল 7:30 ঘটিকার সময় কোনাবাড়ি থানা পুলিশ আমবাগে বাক্কু মিয়ার বড়িতে অভিযান চালিয়ে নকল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানার সন্ধান পাই।কারখানা থেকে বিপুল পরিমাণ দেশী-বিদেশী নকল পারফিউম তৈরির সামগ্রী ও কেমিক্যাল উদ্ধার করে পুলিশ । কারখানার মালিক সোহেলকে গ্রেফতার করে পুলিশ ।এক বছর আগে বাক্কু মিয়ার বড়িতে একটি ঘর ভাড়া নেয় সোহেল ।সে ঢাকা থেকে বিভিন্ন দেশী-বিদেশী ব্রান্ডের পারফিউমের মোড়ক,বোতল, ক্যাপ,স্প্রেয়ার সংগ্রহ করে এই কারখানায় বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়।এখান থেকে কোনাবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকার কসমেটিকের দোকানে বাজারজাত করে।পুলিশ জানায় গ্রেফতারকৃত ব্যাক্তি বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।