ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বড়াইগ্রামে ভুয়া ডাক্তারের জরিমানা


২৩ জুলাই ২০২০ ১৯:৩৯

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে রায়হান শাহ (৪৫) নামের এক ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বীহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। বুধবার বিকেলে উপজেলার নগর ইউনিয়নের বাঘাট বাজারে এই জরিমানা করা হয়। ভুয়া ডাক্তার রায়হান শাহ উপজেলার জালোড়া গ্রামের রহমান ডাক্তারের ছেলে। উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাট বাজারে রোকন ফার্মেসিতে ভুয়া ডাক্তারের বিরুদ্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়হান নামের এক ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, সেই সাথে রোকন ফার্মেসি সিলগালা করা হয়,এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডলি রানী উপস্থিত ছিলেন।