ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার


২৩ জুলাই ২০২০ ১৯:৩৭

ছবি প্রতিকী

কাশিমপুর থানার আওতাভুক্ত, গাজীপুর মহানগরীর 4 নং ওয়ার্ড,সারদাগঞ্জ মাদ্রাসা সংলগ্ন সিরাজ মিয়ার 5 তলা ফ্ল্যাটের 17 নং রুমে শরিফ (31) নামক যুবকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ ।শরিফের বাড়ি জামালপুর জেলার সরিষা বাড়িতে ।শরিফ জি এম এস নামক গার্মেন্টসে চাকুরী করে । ধারণা করা হচ্ছে রাতে তাকে হাত পা বেঁধে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে ।রুম থেকে একটি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে গেছে হত্যাকারীরা।কাশিমপুর থানা পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে ।এ হত্যার বিষয়ে জানতে চাইলে কাশিমপুর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই দিপঙ্কর চন্দ্র রায় বলেন,লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।এখনও কাওকে গ্রেফতার করা হয়নি ।তদন্ত চলছে খুব শীঘ্রই এই হত্যাকাণ্ড সম্পর্কে জানা যাবে ।