ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


শাহজাদপুরে পরিবারের ওপর অভিমান করে দুই শিশুর আত্মহত্যা


২২ জুলাই ২০২০ ১৯:৫৩

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল মঙ্গলবার পরিবারের ওপর অভিমান করে সামি (১১) ও আছিয়া খাতুন (১২) নামের দুইটি শিশুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সামি পৌর শহরের দ্বারিয়াপুর টেকপাড়ার মোঃ মামুনের ছেলে ও আছিয়া খাতুন পোরজনা ইউনিয়নের নন্দলালপুর সরকার পাড়ার আলতাফ মণ্ডলের মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায় শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর টেকপাড়া গ্রামের মোঃ মামুনের দুই ছেলে সানি (৫) ও সামি (১১) মধ্যে মারামারি করে। ছোট ভাই সানি বাবার কাছে নালিশ দেয়ার ভয় দেখায়, পরে সামি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ সামির কোন সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে দরজা ভেঙে ঘরে ঢুকে ডাফের সাথে ফাঁস নেওয়া ঝুলন্ত অবস্থায় সামিকে দেখতে পায়। পরে সামির দেহ নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করে।

অপরদিকে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর সরকারপাড়া গ্রামের মোঃ আলতাফ মন্ডলের মেয়ে স্থানীয় স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আছিয়া খাতুন (১২) গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।