ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঝড়ে ঘর চাপা পড়ে মা ও দুই ছেলের মৃত্যু


২২ জুলাই ২০২০ ১৮:০৬

ছবি অনলাইন

ঝড়ে ঘরের নিচে চাপা পড়ে মা ও দুই ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দিনগত মধ্য রাতে ভোলার চরফ্যাশন উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্চপিয়া গ্রামের হানিফ পাটোয়ারির স্ত্রী রিংকু বেগম (৩০) ও তার দু’ছেলে জুনায়েদ (৭) এবং তানজীদ (৫)।

জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) দিনগত রাতে দু’সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। ঘরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও দুই ছেলের মৃত্যু হয়। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।