ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


যমুনা নদীর বন্যার পানিতে ডুবে বৃদ্ধ অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু


২২ জুলাই ২০২০ ০২:৪৩

ছবি অনলাইন

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর বন্যার পানিতে ডুবে মো. জুব্বার আলী মন্ডল (৬০) নামে এক বৃদ্ধ অটোভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাঁশি গ্রামের মৃত নবাব আলী মন্ডলের ছেলে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ৩ টার দিকে উপজেলার ওই গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বিডি২৪লাইভকে সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় জুব্বার মন্ডরের বড় ভাই মো. রুস্তম আলী বলেন, বাড়ি থেকে বন্যার পানি ভেঙে গোবিন্দাসী বাজারে যাচ্ছিল। ধারণা করছি পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়। পরে আমার চাচাসহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়।

নিহতের চাচা মো. শাজাহান মন্ডল বলেন, আমি পানি ভেঙে বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে পায়ের সাথে ধাক্কা লাগলে ভয়ে ডাক-চিৎকার করলে অন্যান্যদের সহযোগিতায় উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।