ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


সিরাজগঞ্জে ট্রাক চাপায় ৩ জন নিহত


২১ জুলাই ২০২০ ০৩:৩০

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে রডবোঝাই ট্রাকের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।

আজ সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের খালকুলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের ময়নাল হোসেন ও শাহজাদপুর উপজেলার তালগাছী গ্রামের মানিক হোসেন ও উল্লাপাড়া উপজেলার সিমলা গ্রামের আমির হোসেনের ছেলে মিলন হোসেন।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী প্রধান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাড়াশের খালকুলায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং পাঁচ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মিলন হোসেন নামে আরো একজন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।