ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


শাহজাদপুরে পোরজনা ইউপি চেয়ারম্যান মুকুলের মৃত্যু


২০ জুলাই ২০২০ ১৯:২০

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৬ং নম্বর পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নাঃ)। চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল জামিরতা গ্রামের মৃত জেলহক প্রামাণিকের ছেলে।

জানা যায়, আজ (২০ জুলাই) সোমবার সকাল ৯ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদুল ইসলাম মুকুল মৃত্যুবরণ করেছেন। এর আগে আজ সকালে তিনি নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় তিনি মারা যান।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। জাহিদুল ইসলাম মুকুল পোরজনা ইউনিয়নের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান। ২০১৫ ও ২০১৯ সালে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ ও পোরজনা ইউনিয়ন বাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।