ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কক্সবাজারে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক কারবারী নিহত


১৭ জুলাই ২০২০ ২০:১১

প্রতিকি

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি নিহতরা মাদক কারবারি।

পুলিশ জানায়, গতরাতে মৌলভী পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় আজাদুল হক ও ফারুককে নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদের সহযোগীদের ধরতে চকবাজার এলাকায় যান তারা। উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। পাল্টা জবাব দেয় পুলিশও।

এক পর্যায়ে গুলিবিদ্ধ হন ফারুক ও আমজাদ। আহতদের হাসপাতালে নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধারের দাবি করা হয়েছে।