ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


আওয়ামী লীগ নেতার ভাতিজার লাশ দাফন করলেন বিএনপি নেতা খোরশেদ


১৬ জুলাই ২০২০ ০২:০৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেন (৪৫) নামে এক ব্যক্তি করোনায় মারা গেছেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার ভাতিজা। কিন্তু তার লাশ গোসল ও দাফনের লোক পাওনা যাচ্ছিলো না। পরে নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেন মৃতের পরিবারের পক্ষ থেকে ফোনে ব্যাপরটি জানায় নাসিক অপর কাউন্সিলর ও বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে। লাশ দাফনে (টিম খোরশেদ ১৩) সহযোগীতাও চাওয়া হয় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে।

পরিবারের আহ্বানে সাড়া দিয়ে আজ বুধবার (১৫ জুলাই) ফজরের নামাজের পর মৃত ব্যক্তির গোসল, কাফন, জানাযা শেষে দাফন করার জন্য ছুটে আসেন আলোচিত এ কাউন্সিলর। কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে নাসিক ২নং কাউন্সিলর ইকবাল হোসেন আমাদের সহযোগীতা চায়। পরবর্তীতে আমরা ফজরের পর লাশের গোসল করিয়ে নামাজে জানাজা শেষে বাতনাপাড়া কবরস্থানে লাশ দাফন করি। টিম খোরশেদের হাফেজ শিব্বির আহমেদ, খন্দকার নাইমুল আলম, আনোয়ার হোসেন, রিয়াদ, লিটন, সেলিম ও নাইম লাশ দাফনের সার্বিক কাজে অংশগ্রহণ করেন।