ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


চট্টগ্রাম বন্দরে পণ্য রাখার শেডে আগুন


১৬ জুলাই ২০২০ ০১:৪১

ছবি প্রতীকী

চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য রাখার ৩ নম্বর শেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে বন্দরের দুই নম্বর জেটি সংলগ্ন তিন নম্বর শেডে আগুন লাগে বলে জানান বন্দর সচিব ওমর ফারুক।

তিনি জানান, কীভাবে ওই শেডে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। সেখানে বিভিন্ন ধরণের পণ্য রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে এ ঘটনায় এখনও হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।