ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


ভোলায় জেলা জজ আদালতের কর্মচারীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


১৫ জুলাই ২০২০ ২২:৪২

ছবি সংগৃহীত

ভোলার চরফ্যাশনে অতিরিক্ত জেলা জজ আদালতের কর্মচারীর উপর কতিপয় আইনজিবি ও আইনজিবি সহোকারীদের হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ বুধবার দুপুরে জেলা জজ কোর্টের সামনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারন সম্পাদক মোঃ আকরাম আলী সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন।

গত ১৪ জুলাই মোঙ্গলবার দুপুর ২টা চরফ্যাশন অতিরিক্ত জেলা জজ আদালতের সিনিয়র সেরেস্তাদার কমল দেব, নাজির জনাব আবুল কালাম আজাদ ও অফিস সহায়ক তাপস চন্দ্র দে উপর এ্যাডঃ হারুনুর রশিদ এ্যাডঃসিদ্দিকুর রহমান এ্যাডঃলিটন ও তাদের মহরি রিপন,হাবিবুর রহমান,ও মোঃ ইউসুফ এ হামলার ঘটনা ঘটায়।