মোহনপুরে রায়ঘাটী ইউপির নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আয়েন উদ্দিন

আজ মঙ্গলবার (১৪ই জুলাই) রাজশাহীর মোহনপুরে রায়ঘাটী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়। মঙ্গলবার দুপুরে পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধক ছিলেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, সহ-সভাপতি পৌরসভার প্যানেল মেয়র রুস্তম আলী প্রামাণিক, রায়ঘাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সদের আলী, সাবেক চেয়ারম্যান উসমান গনি মৃধা, মোঃ আল আমিন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান, কামাল উদ্দিন খান প্রামানিক ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রায় ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মীত হয়েছে বলে জানা গেছে।