ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই জানুয়ারী ২০২৬, ২৫শে পৌষ ১৪৩২


বিসিএস পরীক্ষা নিয়ে যে সুখবর দিলেন পিএসসির চেয়ারম্যান


৬ জানুয়ারী ২০২৬ ২০:২৫

সংগৃহীত

এখন থেকে বিসিএস পরীক্ষায় থাকবে না জট। এক বছরের মধ্যে একটি বিসিএসের পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এমনটা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

 

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে'তে তিনি এ তথ্য জানান।

 

পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএস পরীক্ষায় জট কমানোর নানা উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে 'ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার' অথবা 'এক বিসিএস, এক বছর' নীতিতে চলবে পিএসসি। দেশের সরকারি চাকরির সবচেয়ে বড় পরীক্ষাটির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার জন্য পিএসসি কাজ করছে বলে জানান তিনি।

 

মোবাশ্বের মোনেম আরও বলেন, অতীতে প্রশ্নফাঁসের যে অভিযোগ ছিল, তা বন্ধে নেয়া হয়েছে পদক্ষেপ। বর্তমানে এ ধরনের কোনো সুযোগ নেই।

 

শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করতে প্রতি বছর অনুষ্ঠিত হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে। এটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।

 

উল্লেখ্য, ৫০তম বিসিএসে অংশ নিতে এবার ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন বলে নিশ্চিত করেছে পিএসসি।