সড়কে অবৈধভাবে বালির স্তুপ, সংবাদ প্রকাশের পর আওয়ামীলীগের নেতাসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক মহাসড়কের পাশে ড্রেজিং করে বালি রাখার পর সড়ক ধ্বসে পড়ার ঘটনায় আওয়ামীলীগ নেতা সহ ৩ ঠিকাদার কে গ্রেফতার করেছে অত্র থানা পুলিশ। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে সোমবার (১৩জুলাই) দুপুর ২ টার সময় তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাসুদেব গ্রামের মরহুম নোয়াব মিয়ার ছেলে আবু নাহিদ সোহাগ (৩৮), আখাউড়া পৌরসভার রাধানগরের বাসিন্দা মোঃ দানিছ খলিফার পুত্র মোঃ হাসান খলিফা(৩২), জেলা সদর থানার কোড্ডা গ্রামের মরহুম সিরাজ খলিফার ছেলে মোঃ শানু খলিফা (৪৫),
এর আগে অত্র পৌরসভার তিতাস রেলব্রীজের পূর্ব পাশে আখাউড়া - আগরতলা আন্তর্জাতিক মহাসড়ক ও ঢাকা-চট্রগ্রাম- সিলেট রেল সড়কের মাঝখানে অবৈধভাবে ড্রেজিং করে বালি রাখার কারণে বালির পানির চাপে মহাসড়কের অপর পাশ ধ্বসে পড়ে যায় পাশের তিতাস নদীতে । এতে করে সড়কের এক পাশে ঝুঁকি নিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভোক্তভোগীরা যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে এবং এর সমাধানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় গনমাধ্যমে গতকাল রবিবার।
এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী সাংবাদিকের জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে বালি রাখা ও সড়ক ধ্বসের ঘটনায় যথাযথ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।