করোনায় মারা গেলেন সিএমপি ডিসি মিজানুর

প্রায় দু’সপ্তাহ তিনি চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার (১৩ জুলাই) ভোর ৩টা ৪১ মিনিটে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (সিপিএইচ) ইন্তেকাল করেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মুহম্মদ মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সিপিএইচ-এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম সানতু জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মিজানের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানায়। তিনি উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের মরহুম আরফ আলী মোল্লার ছেলে। উপ পুলিশ কমিশনার মিজানের মৃত্যুতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইনে শোকের ছায়া নামে।