ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


করোনার উপসর্গ নিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু


১৩ জুলাই ২০২০ ১৮:০৫

করোনার উপসর্গ নিয়ে রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল ইসলাম মারা গেছেন। রোববার (১২ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকার স্থায়ী অধিবাসী ছিলেন।

রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের পরিচালক ড. মো. ইব্রাহিম জানান, গত কয়েকদিন ধরেই তার শরীরের অসুস্থতা দেখা দেয়। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে করোনা রোগীদের নির্ধারিত হাসপাতাল মিশন হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।