ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভোলায় অসহায় পরিবারের পাশে নৌবাহিনী


১২ জুলাই ২০২০ ০২:১০

ছবি সংগৃহীত

মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারেরপাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। এ পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে সহযোগিতা করেছেন এ বাহিনী।

তারই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নের ব্যাংকের হাটবাজারে ১২ জন অসহায় ও প্রতিবন্ধি পরিবারের মাঝে ৩ টি মাছ ধরার জাল সহ নৌকা,৩ টি ভ্যান,৬ টি ছাগল, বিতরণ করেন।

বিতরণ কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনী কন্টিনজেন্ট ভোলা জেলা শাখার লেফটেন্যান্ট কর্নেল ফয়ছাল বিন রসিদ ও লেফটেন্যান্ট কর্নেল আসিকুর রহমান সহ অন্য সদস্যরা।

এসময় তারা বলেন, মহামারী করোনা ভাইরাসের কারণে ভোলা জেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারগুলোকে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করে করা হচ্ছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।