ঢাকা শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


কুমিল্লা মেডিকেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু


৯ জুলাই ২০২০ ২২:৩৫

ছবি অনলাইন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ হয়ে ২জন এবং উপসর্গ নিয়ে ৭জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৫ জন ও নারী ৪ জন। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ছয়জন এবং মেডিকেলের করোনা ইউনিটে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার (৯ জুলাই) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় চার নারীসহ নয়জন মারা গেছেন। তাদের মধ্যে রেহানা বেগম ও চয়ন কুমার নামে দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। রেহানা বেগম (৬২) কুমিল্লার বুড়িচং উপজেলার আমির হোসেনের স্ত্রী এবং চয়ন কুমার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শচীন চন্দ্র পালের ছেলে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার মিজানুর রহমান (৩৮), কুমিল্লা সদর উপজেলার কালিকাপুর এলাকার ফরিদ উদ্দিনের মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে রোকেয়া খাতুন (৬৫), কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার আবদুল খালেকের ছেলে স্বপন (৩৮), কুমিল্লার চান্দিনা উপজেলার আবদুল্লাহর মেয়ে ফিরোজা বেগম (৬০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘনা মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৬৫) ও চাঁদপুর মতলব উপজেলার নিকিল সরকারের ছেলে নারায়ণ সরকার (৪০)।