কাশিমপুর ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রয়, সংবাদ সংগ্রহে সংবাদকর্মী লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুর

কাশিমপুর জিরানী বাজার পানিশাইল রোড মাহাদীন হেলথ কেয়ার এন্ড ফার্মেসিতে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার উপাদী ব্যবহার করে বিক্রয় করছে নিষিদ্ধ ঔষধ। সংবাদ সংগ্রহ করতে গেলে এইচ টিভি বাংলা একটি অয়ান লাইনের সংবাদকর্মীকে লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুর
গাজীপুর মহানগর কাশিমপুর এলাকায় একটি শিল্প অধ্যুষিত শ্রমিক অঞ্চল হওয়ায় এখানে সাধারন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বসবাস একটু বেশি। তাদের কে কেন্দ্র করে কাশিমপুরের আনাচে-কানাচে গড়ে উঠেছে ফার্মেসি। এসকল ফার্মেসি গুলোতে বেশির ভাগই নেই কোন কাগজপত্র । ফার্মেসি যারা চালায় তাদের নেই তেমন কোনো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা। কোনরকম লেখাপড়া করে কোন না কোন ভাবে তিন বা ছয় মাসের এল এম এফ কোর্স করে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করে সেবার নামে কসাইখানা তৈরি করে চালিয়ে যাচ্ছে অপচিকিৎসা নামক রমরমা বাণিজ্য ।
এরা প্রতারণা করে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অল্প মূল্যে ঔষধ বেশি মূল্যে বিক্রয়। সরকারি ভাবে বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ঔষধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ লিকুইড সিরাপ এবং ইনজেকশন, কনডমসহ ব্যান্ড হয়ে যাওয়া ইন্ডিয়ান ঔষধ বিক্রয় ।