সিংড়ায় প্রথম ধাপে প্রণোদনা পাচ্ছেন ৩৫৫ জন শিক্ষক কর্মচারী

নাটোরের সিংড়ায় প্রথম ধাপে প্রণোদনা পাচ্ছে ২৬৪ শিক্ষক, ৯১ জন কর্মচারী
সহ সর্বমোট ৩৫৫ জন।
প্রধানমন্ত্রীর ববরাদ্দকৃত অর্থ ১৫ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা বিতরন কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ২৫ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং ৭ টি কলেজে প্রণোদনা দেয়া হবে। কলেজগুলোর মধ্য হচ্ছে চলনবিল মহিলা ডিগ্রী কলেজ, রহমত ইকবাল অনার্স কলেজ,
কালিগন্জ মেমোরিয়াল ডিগ্রী কলেজ,
চামারী কলেজ, কলম ডিগ্রী কলেজ,
বিলহালতি অনার্স কলেজ ও শেরকোল আদর্শ মহাবিদ্যালয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার আমিনুর রহমান।
উপজেলা মাধ্যমিক অফিসার আমিনুর রহমান জানান, করোনার এ দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছে ননএমপিও শিক্ষক ও কর্মচারীরা। পরের ধাপে কারিগরী স্কুল, কলেজ ও মাদ্রাসার বরাদ্দ আসার কথা রয়েছে বলে জানান তিনি।